18 C
Dhaka
Saturday, January 17, 2026

নাটোরে সাংবাদিকের ওপর হামলা, দুই হাত ভেঙে দিল বিএনপি কর্মীরা

advertisment
- Advertisement -spot_img

নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজন এর সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। হামলায় সেলিমের দুই হাত ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। আহত সেলিমকে পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে চন্দ্রকলা বাজারে সাজেদুল ইসলাম সেলিমের পথরোধ করে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮০-১০০ জন বিএনপি কর্মী। তারা তাকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে অতর্কিতভাবে মারপিট করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলাকারীরা হকিস্টিক ও বাটাম দিয়ে সেলিমকে মারধর করে এবং কলেজে আর না আসার জন্য হুমকি দেয়।

সেলিম অভিযোগ করেন, বিএনপির এক পক্ষ তাকে কলেজ কমিটির বিষয়ে জড়িয়ে বিবাদে ফেলার চেষ্টা করছিল, অথচ তিনি কমিটির বিষয়ে কিছুই জানেন না।

এ ঘটনার পর নাটোরের গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, “কোনো অপরাধের জন্য আইন রয়েছে, মারধর সমর্থনযোগ্য নয়।”

হাসপাতালের চিকিৎসক জানান, সেলিমের দুই হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি অক্সিজেন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ