24 C
Dhaka
Friday, January 16, 2026

হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা: ৭২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

advertisment
- Advertisement -spot_img

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এবং তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ৭২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়ে বলেন, হাছান মাহমুদকে অভিযুক্ত করা হয়েছে ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের জন্য। পাশাপাশি তার ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

অপর দিকে, তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার ৫৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও করা হয়েছে।

এই মামলায় হাছান মাহমুদকেও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সাহায্য করার অভিযোগে আসামি করা হয়েছে। দুদকের কর্মকর্তারা জানান, মামলাগুলোর তদন্তের জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে দুদক আইন-২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ