বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে কর্মহীন হয়ে পড়া ব্যাংকার রুবেলকে মানবিক সহায়তা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোববার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রুবেলের হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রুবেল গুরুতর আহত হন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাস্তায় নামা জাতীয় জুডো খেলোয়াড় রুবেল পুলিশের গুলিতে চোখ, মাথা ও শরীরে আঘাত পান। প্রথমে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় সিএমএইচে, যেখানে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়।
আহতের আগে রুবেল পূবালী ব্যাংকের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। কিন্তু আহত হওয়ার পর থেকে প্রায় ছয় মাস ধরে তিনি কর্মহীন। বিভিন্ন জায়গায় সাহায্যের আবেদন জানালেও এতদিন কেউ সাড়া দেননি।
রুবেল বলেন, “তিনবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে কোনো সাহায্য পাইনি। তবে আজ যখন সরাসরি ডিসি স্যারের সঙ্গে দেখা করি, তিনি আমার দুঃখের কথা শুনে সঙ্গে সঙ্গে ২০ হাজার টাকার অনুদান দেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। আমি খুব আনন্দিত। এই সহায়তা আমার জন্য বড় একটা স্বস্তি।”
তিনি আরও বলেন, “ডিসি স্যার খুবই সহানুভূতিশীল মানুষ। আমি তার জন্য দোয়া করি, তিনি যেন আরও বড় হন এবং আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।”
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “রুবেলের মতো সাহসী তরুণদের পাশে থাকা আমাদের সামাজিক দায়িত্ব। বৈষম্যের বিরুদ্ধে রুবেলের মতো মানুষদের আন্দোলনের কারণেই আজ আমরা একটি পরিবর্তনের পথে হাঁটছি। আমরা চেষ্টা করব, তার মতো মানুষদের পাশে আরও বেশি করে দাঁড়াতে।”
এই মানবিক সহায়তা রুবেলের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।
সুত্রা২৪


