বাংলাদেশ সরকার আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর থেকে দুটি এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) কার্গো আমদানির অনুমোদন দিয়েছে। মোট ব্যয় হবে ১২০১ কোটি ৪১ লাখ ৪০ হাজার ৩২০ টাকা।
এ বিষয়ে গত ৮ এপ্রিল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন প্রদান করে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
প্রথম কার্গোটি সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে আসবে, যার জন্য ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজির আমদানি করা হবে, এবং এতে মোট ব্যয় হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ২৩২ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারিত হয়েছে ১২.৩৮ মার্কিন ডলার।
দ্বিতীয় কার্গোটি যুক্তরাজ্য ভিত্তিক মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আসবে, যেখানে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজির জন্য খরচ হবে ৬০৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৮৮ টাকা, এবং প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে ১২.৬৭ মার্কিন ডলার।
এছাড়া, বৈঠকে আরও কিছু অন্যান্য বিষয়ও আলোচনা করা হয়, যার মধ্যে টিসিবির জন্য সয়াবিন এবং মসুর কিনতে সরকারের ২৮০ কোটি টাকার প্রস্তাব ছিল।


