24 C
Dhaka
Friday, January 16, 2026

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদলের বৈঠক

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। এই প্রতিনিধিদলটি ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছে।

৮ এপ্রিল, মঙ্গলবার, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কোরিয়ান প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন এবং তারা বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। কিহাক সাং, যিনি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে এককভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী, বৈঠকে অংশ নেন এবং বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ