20 C
Dhaka
Friday, January 16, 2026

রোনালদোর মরক্কোর হোটেলে অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

advertisment
- Advertisement -spot_img

ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি কেবল খেলাধুলা নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও সফল, সম্প্রতি তার মালিকানাধীন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মরক্কোর মারাকেশে অবস্থিত ‘দ্য হোটেল পেস্তানা সিআর৭’ নামক রোনালদোর বিলাসবহুল হোটেলে শনিবার ছোট আকারের আগুন লেগেছিল।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানায়, অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মরক্কোর সংবাদমাধ্যম ‘মরক্কো ওয়ার্ল্ড নিউজ’-এর তথ্যমতে, হোটেল কর্তৃপক্ষ ও জরুরি সেবা বিভাগ আগুন দ্রুত নেভায়, ফলে এটি আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

২০১৯ সালে মারাকেশে চালু হওয়া এই হোটেলে দুটি রেস্তোরাঁ, একটি জিম, স্পা এবং সুইমিং পুল রয়েছে। এখানে মোট ১৬৮টি কক্ষ রয়েছে। ২০২৩ সালে, মরক্কোতে ভূমিকম্পের সময় এই হোটেলটি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়েছিল।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের পর দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পর্যটকদের জন্য হোটেলটিকে নিরাপদ করা হয়েছে এবং কেউ হতাহত হয়নি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ