20 C
Dhaka
Friday, January 16, 2026

কৃষিজমিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

advertisment
- Advertisement -spot_img

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম।

এই অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, মনোয়ারুল ইসলাম, র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদসহ ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম জানান, দীর্ঘদিন ধরে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছিল এবং ভাটা মালিকের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও হালনাগাদ ছিল না। দেড় বছর ধরে ছাড়পত্র না থাকার কারণে ভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ