20 C
Dhaka
Friday, January 16, 2026

১০ জনের দল নিয়েও কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনী

advertisment
- Advertisement -spot_img

অসাধারণ লড়াইয়ের মাধ্যমে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনী। দেশের অন্যতম জনপ্রিয় এই ক্লাবটি টাইব্রেকারে ৪-২ গোলে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে উঠেছে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে ও পরে টাইব্রেকারে।

ম্যাচের প্রথমার্ধেই আবাহনী চাপে পড়ে যায়, কারণ ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় ১০ জন নিয়ে খেলতে হয় মারুফুল হকের দলকে। তবে তার কৌশলী পরিচালনায় এবং গোলরক্ষক মিতুল মারমার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে টিকে থাকে আবাহনী।

টাইব্রেকারে শুরুতে এগিয়ে ছিল কিংস। গোলরক্ষক আনিসুর রহমান জিকো মাঠে নেমেই আবাহনীর একটি শট রক্ষা করেন। কিন্তু পরবর্তীতে রাব্বি রাহুল ও ব্রাজিলিয়ান ডেসিয়েলের শট মিস করলে আবাহনী ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত রাফায়েল, এমেকা, সবুজ ও ইব্রাহীমের সফল শটে জয় নিশ্চিত করে আবাহনী।

উল্লেখযোগ্য যে, এবারের প্রিমিয়ার লিগেও বসুন্ধরা কিংসকে পরাজিত করেছিল আবাহনী। ফলে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো কিংসের বিপক্ষে জয় পেল তারা। টানা পাঁচবার লিগ শিরোপা জয়ী কিংস এই মৌসুমে নিজেদের সেরা ফর্মে নেই। যদিও তারা কিছু বিদেশি খেলোয়াড় বদল করেছে, কিন্তু মাঠে সেই প্রতিফলন দেখা যায়নি।

১০ জনের দল নিয়েও যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছে আবাহনী, তা দলটির মানসিক দৃঢ়তা ও পরিকল্পনার উৎকৃষ্ট উদাহরণ হয়ে রইল।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ