24 C
Dhaka
Friday, January 16, 2026

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভূঞাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

advertisment
- Advertisement -spot_img

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংসতার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বী লোকজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, এবং অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, হিন্দু ধর্মাবলম্বী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এর অবসানের দাবি জানান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ