ঢাকা, ১৩ এপ্রিল:
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হচ্ছে এক নতুন গৌরবগাথা। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অংশ নিচ্ছে আটটি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই গর্বের খবর জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন। তিনি জানান, “এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। বিশ্বমঞ্চে আমাদের মতো খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সহজ কথা নয়। আমরা এই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি।”
এখনও স্পনসরের অপেক্ষায় দল
তবে দুঃখের বিষয় হলো, এখনো কোনো স্পনসর বা আর্থিক সহায়তা পায়নি দলটি।
মহসিন বলেন, “আমরা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি—এই উদ্যোগে আমাদের পাশে দাঁড়ান। আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়াতে এই সহায়তা খুবই প্রয়োজন।”
এক নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশের হুইলচেয়ার অ্যাথলেটদের জন্য এটি কেবল একটি টুর্নামেন্ট নয়—এটি সম্ভাবনার নতুন দরজা। প্রতিভা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তারা প্রমাণ করতে চলেছে যে, প্রতিবন্ধকতা কখনোই স্বপ্ন আটকে রাখতে পারে না।
এই সাহসী দলটির পাশে আমরা সবাই কি দাঁড়াবো না?
দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগে তাদের এগিয়ে নিতে এখনই প্রয়োজন সম্মিলিত সহায়তা।
সুত্রা২৪


