24 C
Dhaka
Friday, January 16, 2026

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

advertisment
- Advertisement -spot_img

এক সপ্তাহের দর-কষাকষি এবং সরকারের সঙ্গে বৈঠকের পর, অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

এই দাম বাড়ানোর আগে, গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম ছিল ১৭৫ টাকা।

এছাড়া, ঈদের আগে ২৭ মার্চ ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। তখন তারা বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১৮ টাকা বাড়াতে চেয়েছিলেন, আর খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর কথা বলেছিলেন।

রমজানের আগে দাম সহনীয় রাখতে সরকারের দেওয়া শুল্ক-করে রেয়াতের মেয়াদ শেষ হওয়ার পর এই দাম বাড়ানোর প্রস্তাব আসে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ