20 C
Dhaka
Friday, January 16, 2026

দুই সপ্তাহের ব্যবধানে দুটি এল ক্লাসিকো নজর সবার রিয়াল- বার্সা লড়াইয়ে

advertisment
- Advertisement -spot_img

লা লিগায় এই মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর তারিখ প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ, যা নিয়ে উত্তেজনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ১১ মে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে আবারও এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় থাকছেন সমর্থকরা, যা হবে কাতালান ক্লাবের মাঠে।

এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে এবং সেটি হবে লা লিগার সাত রাউন্ড বাকি থাকতে। বার্সেলোনা বর্তমানে শীর্ষে রয়েছে, তাদের পয়েন্ট ৭০, যেখানে রিয়াল মাদ্রিদ তাদের পিছনে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

গত শনিবার লেগানেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা, একইদিন রিয়াল মাদ্রিদও ১-০ ব্যবধানে আলাভেসকে হারিয়েছিল। তবে এই দুই দলের উত্তেজনা পূর্ণ লড়াইয়ের জন্য ১১ মে পর্যন্ত আরেকটি এল ক্লাসিকো সামনে রয়েছে।

তবে, এল ক্লাসিকোতে এবারেই শেষ নয়। ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালে আবারও মুখোমুখি হবে দুই ক্লাব, যা হতে চলেছে একটি আরেকটি জমজমাট প্রতিযোগিতা। চলতি মৌসুমে এর আগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে দুটি বড় ব্যবধানে হারিয়েছে: ২৬ অক্টোবর ৪-০ এবং জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধানে জয় পায় তারা।

এখন পুরো দুনিয়া তাকিয়ে থাকবে এই দুটি ম্যাচের দিকে, যেখানে দুই ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন এক উত্তেজনা সৃষ্টি করবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ