25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ: কী বলছে পুলিশ

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পূর্ব শত্রুতার জেরে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হন এবং সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে সময় লাগবে। মাঝেমধ্যে তারা এমন করে থাকে। তবে আমরা তদন্ত করে দেখব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, সংঘর্ষ থামাতে উভয় কলেজের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মুখোমুখি হওয়া রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষকদের ভূমিকায় তিনি বলেন, “আজ শিক্ষকরা সহযোগিতা করেছেন। আরও বেশি শিক্ষক উপস্থিত থাকলে পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া যেত। একজন-দু’জন শিক্ষক দিয়ে বড় সংঘর্ষ থামানো সম্ভব নয়।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ