20 C
Dhaka
Friday, January 16, 2026

বাংলাদেশের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত সামিত, অপেক্ষা পাসপোর্টের

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুত। হামজা চৌধুরীর পর এবার লাল-সবুজ জার্সি গায়ে পরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)কে এ কথা জানিয়েছেন প্রবাসী এই ফুটবলার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমের সঙ্গে অনলাইনে আলোচনা করেন সামিত। এ সময় তার বন্ধু অমিত হাসানও উপস্থিত ছিলেন। সামিত জানিয়েছেন, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে তিনি খেলতে আসতে পারবেন, তবে তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগে কিছুই নিশ্চিত নয়।

ফাহাদ করিম বলেন, “সামিত বাংলাদেশে খেলার জন্য প্রস্তুত, তবে পাসপোর্টের জন্য কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। ৩ জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে হবে, এর মধ্যে পাসপোর্টও থাকতে হবে।” তিনি আরও জানান, “আমরা ইতোমধ্যে সামিতের জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি এবং আশা করি শিগগিরই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া শুরু হবে।”

এছাড়া, ফাহাদ করিম জানান, সামিতের প্রত্যাশা বা চাহিদা সম্পর্কে কোনো নির্দিষ্ট কথা বলেননি তিনি। পাসপোর্ট পাওয়ার পর সামিতের সঙ্গে পরবর্তী ধাপ নিয়ে আরও আলোচনা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ