20 C
Dhaka
Friday, January 16, 2026

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত, প্রকাশিত হলো সিরিজ সূচি

advertisment
- Advertisement -spot_img

আগামী আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট, ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট। এরপর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ আগস্ট চট্টগ্রামে। এরপর বাকি দুটি ম্যাচ ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে। সফর শেষে ১ সেপ্টেম্বর ভারতীয় দল বাংলাদেশ ত্যাগ করবে।

এই সিরিজটিকে ঘিরে দুই দলের প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে জানা গেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে একটি প্রতিযোগিতাপূর্ণ সিরিজ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ