20 C
Dhaka
Friday, January 16, 2026

৬৫ বলে ১৬৮ রান করেও ছিটকে গেল ওয়েস্ট উইন্ডিজ – বিশ্বকাপে বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

নারী বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেলেও তাতে শেষ রক্ষা হলো না ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে আরও কম বলে জিততে হতো ক্যারিবিয়ানদের। সেই হিসাব ঠিকমতো না মেলায় জয় পেয়েও হতভম্ব হয়ে পড়েন তারা। সমীকরণ বুঝে উঠতেই কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক হেইলি ম্যাথিউসসহ দলের একাধিক ক্রিকেটার।

শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে থাইল্যান্ড তোলে ১৬৬ রান। জবাবে মাত্র ১০ ওভার ৫ বলে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। অথচ বিশ্বকাপে জায়গা পেতে হলে ১০ ওভারের মধ্যেই জয় পেতে হতো তাদের।

তবে এই হিসাবেও ছিল বাড়তি কিছু শর্ত। থাইল্যান্ডের সমান স্কোর করার পর যদি ওয়েস্ট ইন্ডিজ চার মেরে জিতত, তাহলে ১০.৪ ওভারে জয় পেলেও চলত। আবার ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপ নিশ্চিত হতো তাদের। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ায় রানরেটের ব্যবধানে পিছিয়ে পড়ল ক্যারিবিয়ানরা।

৫ ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে নেট রানরেটে এগিয়ে থেকে ২০২৫ সালের ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিগার সুলতানার বাংলাদেশ দল। বাংলাদেশের রানরেট +০.৬৩৯, আর ওয়েস্ট ইন্ডিজের +০.৬২৬।

এই বাছাইপর্বে অংশ নিয়েছিল ৬ দল। প্রত্যেকেই খেলেছে ৫টি করে ম্যাচ। শীর্ষ দুই দল জায়গা করে নেবে মূল বিশ্বকাপে। এরই মধ্যে স্বাগতিক পাকিস্তান আগেই তাদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকেই বাদ পড়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং ঝড় তোলেন অধিনায়ক হেইলি ম্যাথিউস। ওপেনিংয়ে নেমে মাত্র ২৯ বলে করেন ৭০ রান, মারেন ১১ চার ও ২ ছক্কা। তাঁর সঙ্গে যোগ দেন ওপেনার কিয়ানা জোসেফ (১২ বলে ২৬ রান) এবং তিন নম্বরে নামা ছিনেলে হেনরি (১৭ বলে ৪৮ রান), যিনি হাঁকান ৩ চার ও ৫ ছক্কা।

জয় পেলেও সামান্য ব্যবধানে স্বপ্নভঙ্গ হয় ওয়েস্ট ইন্ডিজের, আর ইতিহাস গড়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ