বাংলাদেশে খেলাধুলার উন্নয়নে কাতারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশে শিগগিরই একটি ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশন গঠিত হতে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে নারী ক্রীড়াবিদদের জন্য ডরমেটরি, প্রশিক্ষণ মাঠ, স্বাস্থ্যসেবা, সম্মেলন কক্ষ এবং আন্তর্জাতিক অতিথিদের থাকার ব্যবস্থা গড়ে তোলা হবে। এসব ব্যবস্থাপনায় পূর্ণ সহযোগিতা চেয়েছেন তিনি কাতার ফাউন্ডেশনের কাছ থেকে।
শেখা হিন্দ সম্ভাব্য সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, কাতার ফাউন্ডেশন বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের পেশাগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা করবে। নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষ ডরমেটরি, জিম ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের জাতীয় নারী দলের চার ক্রীড়াবিদ—দুইজন ক্রিকেটার ও দুইজন ফুটবলার উপস্থিত ছিলেন। তারা নিজেদের পথচলার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তাদের গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখা হিন্দ এবং তাদের সাহস ও দৃঢ়তা প্রশংসা করেন।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


