16 C
Dhaka
Saturday, January 17, 2026

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা দিতেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইলি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

এর আগে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। অনেক দেশই নির্বাচনি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচনি উপকরণ সরবরাহের মাধ্যমে কমিশনকে সহায়তা দিচ্ছে।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ