আইপিএলের শুরুতে পাকিস্তানি ক্রিকেটাররা এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও বেশ কয়েক বছর ধরে তাদের জন্য সুযোগ ছিল না। তবে এবার পরিচয় বদলে আইপিএলে খেলতে চান পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
ব্রিটিশ নাগরিকত্বের মাধ্যমে তিনি আইপিএলে অংশ নিতে চান। আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক, এবং তিনি আশা করেন আগামী বছরের মধ্যে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন। আমির জানান, “যদি সুযোগ পাই, আমি আইপিএলে খেলব।”
বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চললেও, আমির বিশ্বাস করেন আগামী বছরে আইপিএল ও পিএসএল একসঙ্গে হবে না, তাই আইপিএলে খেলতে পারবেন।


