25 C
Dhaka
Tuesday, July 8, 2025

সরিষাবাড়িতে কৃষকের এক বিঘা ধান কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

advertisment
- Advertisement -spot_img

জামালপুর প্রতিনিধি | ২৫ এপ্রিল ২০২৫
জামালপুরের সরিষাবাড়ীতে এক কৃষকের আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক আব্দুর রউফ।

গত ১৯ এপ্রিল ভোরে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ব্রাহ্মণ জানি এলাকায় এই ঘটনা ঘটে। ২৩ এপ্রিল সকালে সরিষাবাড়ী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুর রউফ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক আব্দুর রউফ দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমিতে বোরো ধান চাষ করে আসছিলেন। জমিটি তিনি ১৯৮৪ সালে মৃত গোলাপ সরকারের ছেলে আব্দুল আজিজ ও আব্দুর রশিদের কাছ থেকে ‘সাব কওলা’ দলিলের মাধ্যমে ভোগদখল করে আসছিলেন। তবে সম্প্রতি একই এলাকার গিয়াস এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের অনুসারীরা ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করেন।

আবেদনে অভিযোগ করা হয়, ১৯ এপ্রিল ভোরে ফরহাদ হোসেন ও তার লোকজন কৃষক আব্দুর রউফের জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ফরহাদ হোসেন ও তার সহযোগীরা আব্দুর রউফের ভাই ফরিদ মেম্বারকে মারধর করে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় ফরিদ মেম্বারও ফরহাদকে রঘুনাথপুর এলাকায় মারধর করেন। আহত অবস্থায় ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার জেরে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ হোসেন বলেন, “এ জমি নিয়ে আদালতে একটি রেকর্ড ভাঙা মামলা চলছে। তারা আমাদের জমিতে জোর করে ধান রোপণ করেছে। আমরা কোনো সংঘাতে যেতে চাই না, শুধু আমাদের ন্যায্য জমি ফিরে পেতে চাই।”

ওসি মো. চাঁদ মিয়া বলেন, “উভয়পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ