মাদ্রিদ, ২৫ এপ্রিল:
কোপা দেল রের ফাইনালকে ঘিরে রেফারি পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে স্প্যানিশ ফুটবল। রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফাইনালের আগের দিন সব আনুষ্ঠানিকতা বর্জনের সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। এই অবস্থানকে কেন্দ্র করে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন লা লিগার সভাপতি ও আরএফইএফ-এর সহ-সভাপতি হ্যাভিয়ের তেবাস।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) তীব্র ভাষায় পেরেজের বিরুদ্ধে অভিযোগ তোলেন তেবাস। নাম উল্লেখ না করলেও তাঁর বার্তা স্পষ্টতই পেরেজের প্রতি ইঙ্গিতপূর্ণ ছিল। তিনি লিখেন, “এটা ফুটবল নয়, এটা ক্ষমতার খেলা। তিনি তেবাসকে পছন্দ করেন না, কারণ তেবাস তার ইচ্ছামতো চলে না। শেফেরিনকেও (উয়েফা সভাপতি) পছন্দ করেন না, কারণ তিনিও তার দাবি মেনে নেন না। টিভি ধারাভাষ্যকারদেরও পছন্দ করেন না, কারণ তারা তার কথা বলে না।”
লা লিগা সভাপতির আরও অভিযোগ, রেফারিং সংস্কারের বিরোধিতা করছে রিয়াল মাদ্রিদ, কারণ তা পেরেজের ইচ্ছার সঙ্গে যায় না। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদ টিভির ধারাবাহিক সমালোচনার জেরে রেফারিদের প্রতিক্রিয়ার পর, তিনি সংবাদ সম্মেলন বাতিল করেছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে গেছেন, ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করেছেন এবং ফাইনালে যোগ না দেওয়ার হুমকি দিয়েছেন।”
তেবাস কঠোর ভাষায় যোগ করেন, “তিনি (পেরেজ) প্রতিবাদ করেন না, তিনি চাপ প্রয়োগ করেন। তিনি অভিযোগ করেন না, তিনি হুমকি দেন। তিনি ফুটবল উন্নয়নে আগ্রহী নন, শুধু নিজের স্বার্থ রক্ষা করতে চান। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনেকেই এসব মেনে নেয় এবং তাকে সমর্থন করে।”
কোপা দেল রের ফাইনালের আগে এমন টানটান উত্তেজনায় স্প্যানিশ ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ ও তাদের শীর্ষ কর্মকর্তাদের ভূমিকা।


