ঢাকা, ২৯ এপ্রিল | আপন দেশ
জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রাজধানীর কাকরাইল এলাকায় জনতা গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় সিদ্দিককে মারধর করে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তার গায়ের পরনের কাপড় ছিঁড়ে যায়।
ভিডিওতে জনতা তাকে “আওয়ামী লীগের দালাল” বলে অভিহিত করে স্লোগান দেয়। এরপর থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাহিনী বাইরে এসে সিদ্দিককে নিজেদের হেফাজতে নেয়।
রমনা থানার ডিউটি অফিসার জানান, “স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিদ্দিক টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন হাস্যরসাত্মক নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তবে তার বিরুদ্ধে সম্প্রতি সংঘটিত কয়েকটি সহিংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন এবং পরবর্তীতে ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন তিনি, যদিও কখনো প্রার্থী হতে পারেননি।