25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

বিএনপির দুপক্ষের ধাক্কাধাক্কিতে পটুয়াখালীতে পণ্ড হলো মে দিবসের শোভাযাত্রা

advertisment
- Advertisement -spot_img

পটুয়াখালীতে মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বিএনপির দুই গ্রুপের ধাক্কাধাক্কি ও ব্যানার ছেঁড়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত শোভাযাত্রাটিকে পণ্ড করে দেয়। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে এক পক্ষ সড়ক অবরোধ করলে যানজট তৈরি হয়।

জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু ও সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী সমর্থিত দুই পক্ষের মধ্যে শোভাযাত্রার শুরুতেই কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জাহাঙ্গীর আলম ফরাজী পক্ষের নেতাকর্মীরা সুবিদখালী কলেজ রোডে গিয়ে বাকেরগঞ্জ-বরগুনা সড়ক অবরোধ করেন এবং বিএনপির বর্তমান সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম ফরাজী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অংশ নিতে গিয়েছিলাম। কিন্তু আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে।” অন্যদিকে সাহাবুদ্দিন নান্নু বলেন, “দল থেকে বহিষ্কৃত ব্যক্তির উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, পরে তা শান্ত হয়।”

মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

এই ঘটনা শ্রমিক দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি আয়োজনকে বিতর্কিত করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ