25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

নোয়াখালীতে যুবদলকর্মী শাকিল হত্যায়জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

advertisment
- Advertisement -spot_img

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবদলকর্মী ইয়াছিন আরাফাত শাকিল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছেন বক্তারা।

শনিবার (৩ মে) সকালে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, নিহতের স্বজন ও এলাকাবাসী।

সমাবেশে বক্তব্য দেন ছয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবদুর রহিম, মাওলানা ইয়াকুব হোসেন, কলেজ শিক্ষক নুরুল হুদা সোহাগ ও নিহত শাকিলের বাবা খোকন মিয়া। বক্তারা বলেন, “শাকিলকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

শাকিল ছিলেন একজন টাইলস মিস্ত্রি এবং ৮ মাসের কন্যাশিশুর বাবা। কয়েকদিনের মধ্যে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, ২৮ এপ্রিল রাতে গঙ্গাবর বাজারে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী এক কিশোরকে অপহরণের চেষ্টা করে। বাধা দিলে শাকিলকে গুলি করে হত্যা করা হয় এবং তার ভাই ছাত্রদলকর্মী মোজাম্মেল হোসেন শুভ আহত হন।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে—মোরশেদ আলম, মনির হোসেন ও মো. জীবন। তাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামে। মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে একটি সেমি-অটোমেটিক পিস্তল ও গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ