20 C
Dhaka
Friday, January 16, 2026

এনসিপির সমাবেশে অর্ধেক লোক ছিল ভাড়া করা” — যুবদল সভাপতি মোনায়েম মুন্না

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের একটি বড় অংশ ভাড়া করা ছিল বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার (৩ মে) দুপুরে নগরীর একটি হোটেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

মোনায়েম মুন্না বলেন, “ওই সমাবেশে সবমিলিয়ে এক হাজারের মতো লোক হয়েছিল, এর মধ্যে অর্ধেক ছিল ভাড়া করা ভদ্রমহিলা। যারা নিজেদের মেধাবী ও তারুণ্যদীপ্ত বলে দাবি করেন, তাদের সমাবেশে কি আদৌ তা প্রতিফলিত হয়েছে?”

তিনি আরও বলেন, রেলওয়ের সংস্কার কার্যক্রমে তিনজন ছাত্র প্রতিনিধি যুক্ত হওয়ার পর তারা যেন পিকনিকের আমেজে আছেন। “তারা বন্ধু-বান্ধব নিয়ে ট্রেনে ঘুরে বেড়াচ্ছে, দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে না,” মন্তব্য করেন যুবদল সভাপতি।

একাত্তরের স্বাধীনতা বিরোধীদের প্রসঙ্গে তিনি বলেন, “এখন যারা সেই সময়ে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা নানা ধরনের আস্ফালন করছে। কাউকে ক্ষমা করছে, কাউকে বুকে টেনে নিচ্ছে— সকালে এক কথা বলছে, বিকেলে আরেক কথা বলছে।”

তিনি দাবি করেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। “বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে বিএনপি পারবে,” বলেন মোনায়েম মুন্না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ