18 C
Dhaka
Saturday, January 17, 2026

নতুন ছাত্র রাজনীতি মঞ্চ ‘আপ বাংলাদেশ’ আত্মপ্রকাশ করছে শুক্রবার

advertisment
- Advertisement -spot_img

ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আগামী শুক্রবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে দুপুরে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সংগঠনের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জানান, এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। এছাড়াও ঢাকার বিভিন্ন স্তরের সংগঠক এবং জুলাই আন্দোলনের অংশীজনরাও এতে অংশ নেবেন।

জুনায়েদ বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে চাই আমরা। একই সঙ্গে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের প্রধান অঙ্গীকার।”

উল্লেখ্য, গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে ১০ এপ্রিল প্ল্যাটফর্মের নাম ‘আপ বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ