স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা মো. সালমান রহমান পল্লবসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
বুধবার (৭ মে) রাত ৮টায় পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সালমান রহমান পল্লবের নেতৃত্বে সংগঠিত এ জঘন্য ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমার এক আত্মীয় তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে শ্যামগঞ্জ বাজার এলাকায় পল্লবের নেতৃত্বে ২০-২৫ জন যুবক গাড়ি থামিয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক নামিয়ে শ্লীলতাহানি করে। তার চাচাকে মারধর করে এবং মেয়েটিকে দুই ঘণ্টা আটকে রাখে। বিষয়টি মেনে নেওয়া যায় না।”
এর আগে দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মাদানী ঘটনার বিস্তারিত উল্লেখ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
পূর্বধলা থানার ওসি মো. নূরুল আলম বলেন, “ভিকটিমের বাবা বাদী হয়ে সালমান রহমান পল্লবসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তে সালমান রহমানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাকে বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ভুক্তভোগী নারী রাজধানী ঢাকায় স্বামীসহ বসবাস করেন। কয়েকদিন আগে তিনি বাবার বাড়ি পূর্বধলার জারিয়া ইউনিয়নে বেড়াতে যান। মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় ফেরার পথে এই ঘটনা ঘটে।