16 C
Dhaka
Saturday, January 17, 2026

বিএনপির সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখলেন তামিম

advertisment
- Advertisement -spot_img

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশে’ অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বক্তব্য রাখেন। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রাম মহানগর ছাড়াও বিভাগের ৯৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ