ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা পরিশোধ না করায় এক নারীর দুধেল গরু নিয়ে গেছেন স্থানীয় এক বিএনপি নেতা। গরুর বাছুরটিকে কোলে করে বিচার চাইতে আদালতের চত্বরে ঘুরে বেড়াতে দেখা গেছে ভুক্তভোগী নারী নারগিস আক্তারকে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে।
ভুক্তভোগী নারগিস জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকা থেকে পালিয়ে রয়েছেন এবং কোনো খোঁজখবর রাখছেন না। গার্মেন্টসে কাজ করে জমানো টাকা দিয়ে তিনি সম্প্রতি একটি দুধেল গরু কেনেন। সেই গরুটির একটি মাসখানেক বয়সী বাছুরও রয়েছে। কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওয়ার দাবি করে শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান সেই গরুটি জোরপূর্বক নিয়ে যান।
মা গরুকে নিয়ে যাওয়ার পর বুকের দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে বাছুরটি। আদালতের চত্বরে বসে নারগিস বোতলে পানি খাইয়ে বাছুরটির যত্ন নিতে দেখা যায়। এ সময় তিনি তার ছোট শিশুসন্তানকে নিয়ে গরুর বাছুরসহ আদালতের আশপাশে ঘুরে বেড়ান এবং কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি শুধু তার গরুটিকে ফেরত চান।
অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা মো. বেলাল খান দাবি করেন, “৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নারগিসের স্বামী আবু বকরকে আমি ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে আসলে তা এখন ৩০ হাজার টাকা হয়েছে। সেই টাকা না পাওয়ায় আমি গরুটি নিয়ে এসেছি।”
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় গরুর বাছুরটিকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে নারগিস বেগমকে বেলাল খানের বাড়িতে যেতে দেখা যায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ভাইরাল হয়েছে।