ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের পর ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবিতে এবার পাঁচ দফা দাবি জানিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে নির্ধারিত সময় বেঁধে দিয়ে তা না মানলে ১৯ মে থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১৭ মে) বিকেলে ইডেন কলেজে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব ঘোষণা দেন সাত কলেজের প্রতিনিধিরা। তারা জানান, আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিলেও এখনো অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি হয়নি।
তাদের দাবি—সড়ক অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টি না করে এবার সরাসরি সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাবেন তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবি:
১. রোববার (১৮ মে)-এর মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।
২. প্রশাসক নিয়োগের পর সেশনজট নিরসন, ভূতুড়ে ফলের সমাধান, অতিরিক্ত ফি আদায় বন্ধসহ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩. অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।
4. আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো/মনোগ্রাম প্রকাশ করতে হবে।
৫. আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে।
শিক্ষার্থীরা জানান, এই পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ১৯ মে থেকে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। আন্দোলন চলবে প্রশাসনিক ঘেরাওয়ের মাধ্যমে।