24 C
Dhaka
Friday, January 16, 2026

৬ মাসে ৯ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে: বিডা

advertisment
- Advertisement -spot_img

২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে মোট ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ২৪৭ কোটি টাকা) বিদেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এছাড়া বিগত নয় মাসে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ মিলিয়ে এসেছে প্রায় ১ বিলিয়ন ডলার (১২ হাজার ২২০ কোটি টাকা)।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক শিল্প সংগঠনের প্রতিনিধি গণমাধ্যমে দাবি করেন, বিডা কেবলমাত্র জিটুজি প্রকল্পে যুক্ত এবং গত আট মাসে দেশে কোনো নতুন বিদেশি বিনিয়োগ আসেনি। পাশাপাশি তিনি বলেন, বিডা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি এবং বর্তমান প্রেক্ষাপটে যৌথ বিনিয়োগে বিদেশিদের আগ্রহ নেই।

এই মন্তব্যের প্রেক্ষিতে বিডা জানায়, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিডা জানায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে বিডা ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি মালিকানাধীন প্রকল্প ৬৬টি এবং যৌথ বিনিয়োগ প্রকল্প রয়েছে ৬১টি।

এছাড়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে ৬টি শতভাগ বিদেশি এবং ৩টি যৌথ বিনিয়োগ প্রকল্প। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৩১টি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি সম্পাদন করেছে।

বিডার মতে, বিনিয়োগ বিষয়ে ঢালাও মন্তব্য দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। সঠিক তথ্যের ভিত্তিতে মন্তব্য না করা হলে তা ব্যবসায়ী মহল ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

সংস্থাটি জানায়, বিডার মূল দায়িত্ব হলো বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অর্থবহ সংযোগ গড়ে তোলা। এ লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ খাতভিত্তিক সেশনের মাধ্যমে বিটুবি নেটওয়ার্কিংয়ের আয়োজন করা হয়।

আগামী সপ্তাহে একটি উচ্চপর্যায়ের চীনা ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ ও ইলেকট্রনিক্স খাতে ১০০টি বিটুবি বৈঠকের আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত বিনিয়োগ কার্যকর হতে সময় লাগে, যা বৈশ্বিক বিনিয়োগ চর্চায় স্বীকৃত বাস্তবতা। বিনিয়োগকারীদের সহায়তা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উচ্চমানের বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডা শিল্প নেতৃবৃন্দের সঙ্গে কাজ করে যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ