মে মাসে দেশে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মে মাসের প্রথম ১১ দিনে রেমিটেন্স এসেছে ৯২ কোটি ২০ লাখ ডলার। বাকি ২০ দিনে এসেছে ২২০ কোটি ডলার।
এর আগে, এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। দেশের মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীরা আবারও অর্থ পাঠাতে শুরু করেন। এর ধারাবাহিকতায় রেমিটেন্স প্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে।


