25 C
Dhaka
Friday, January 16, 2026

নেইমারের ‘হ্যান্ড বল’ বিতর্ক: লাল কার্ড দেখেই মাঠ ছাড়লেন

advertisment
- Advertisement -spot_img

ব্রাজিলিয়ান ফুটবলে ফের বিতর্কের জন্ম দিলেন নেইমার। ইনজুরি নয়, এবার খবরের শিরোনাম হলেন ‘হাত দিয়ে গোল’ করার অভিযোগে। রোববার (১ জুন) বোতাফোগোর বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে গোল করেন তিনি, তবে সেটি বাতিল হয় এবং তার পরিণতি হয় আরও ভয়ানক—লাল কার্ড!

প্রথমার্ধেই একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এরপর ৭৬তম মিনিটে একটি গোল করেন, যা প্রথমে বৈধ ঘোষণা করলেও বোতাফোগোর খেলোয়াড়দের তীব্র আপত্তিতে রেফারি ভিডিও রিপ্লে দেখেন। সেখানেই ধরা পড়ে, নেইমার বলটি হাতে ছুঁয়ে জালে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়, যা রূপ নেয় লাল কার্ডে। মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা ফুটবলার।

নেইমার ছাড়াই বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় সান্তোসকে। ম্যাচের ৮৬তম মিনিটে বোতাফোগোর একমাত্র ও জয়সূচক গোলটি আসে। ফলে ১-০ গোলে পরাজিত হয় সান্তোস।

এই হারে পয়েন্ট টেবিলে আরও নীচে নেমে যায় সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা এখন ১৮তম স্থানে, অর্থাৎ অবনমনের হুমকিতে। অন্যদিকে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো রয়েছে আট নম্বরে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ