25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন: উপদেষ্টা ফারুক-ই-আজম

advertisment
- Advertisement -spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম

তিনি জানান, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

দ্রুত তালিকা প্রণয়ন ও সরকারের উদ্যোগ

উপদেষ্টা বলেন, “মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে যেখানে ৫৪ বছর লেগেছে, সেখানে আমরা মাত্র ৭-৮ মাসে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছি। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রমাণ।”

তিনি আরও জানান, আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে একটি আলাদা অধিদপ্তর গঠন করা হয়েছে, যেখানে ২০ জন অফিসার দায়িত্ব পালন করছেন এবং একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এটি পরিচালিত হচ্ছে।

পুনর্বাসন ও চিকিৎসা সুবিধা

ফারুক-ই-আজম বলেন, “আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেজন্য সরকার কর্মসূচি নিয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৭ জনকে তুরস্কে এবং অনেককে থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

ভাতা ও সহায়তা

শহীদ পরিবার:

  • ৮৩৪ জন শহীদ পরিবারের তালিকা গেজেটে প্রকাশ।
  • প্রতিটি পরিবার পাবে এককালীন ৩০ লাখ টাকা (২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ ও ২০২৫-২৬ অর্থবছরে ২০ লাখ)।
  • মাসিক ভাতা ২০ হাজার টাকা
  • সরকারি/আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার।

‘এ’ ক্যাটাগরি আহত যোদ্ধা:

  • ৪৯৩ জন; যারা চরমভাবে অক্ষম (দৃষ্টিহীন, অঙ্গহানি ইত্যাদি)।
  • এককালীন ৫ লাখ টাকা, যার মধ্যে ২ লাখ টাকা ইতোমধ্যে প্রদান, বাকি ৩ লাখ জুলাই মাসে।
  • মাসিক ভাতা ২০ হাজার টাকা
  • আজীবন চিকিৎসা, পুনর্বাসন, প্রশিক্ষণ, পরিচয়পত্র।

‘বি’ ক্যাটাগরি আহত যোদ্ধা:

  • ৯০৮ জন; যারা গুরুতর আহত হলেও চলাচলে আংশিক সক্ষম।
  • এককালীন ৩ লাখ টাকা, এর মধ্যে ১ লাখ টাকা ইতোমধ্যে প্রদান, বাকি ২ লাখ জুলাই মাসে।
  • মাসিক ভাতা ১৫ হাজার টাকা
  • প্রশিক্ষণ, চাকরি, পরিচয়পত্র।

‘সি’ ক্যাটাগরি আহত যোদ্ধা:

  • ১০,৬৪২ জন; চিকিৎসার পর সুস্থ।
  • এককালীন ১ লাখ টাকা ইতোমধ্যে প্রদান।
  • মাসিক ভাতা ১০ হাজার টাকা জুলাই থেকে।
  • পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র।

স্মরণ দিবস ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি জাতীয় দিবস হিসেবেও মর্যাদা পাবে।

বকেয়া ও ভুল সংশোধন

উপদেষ্টা জানান, ৮৩৪ শহীদ পরিবারের মধ্যে ১৩৪ জনের পরিবার এখনো ওয়ারিশ জটিলতায় ভুগছে, যা দ্রুত সমাধান করা হবে। আহতদের তালিকায় যে ভুলগুলো রয়েছে, তা তদন্তসাপেক্ষে সংশোধন করা হচ্ছে।

ফারুক-ই-আজম বলেন, “জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। সরকার ও জাতি তাদের ত্যাগের যথাযথ মর্যাদা দেবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ