25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সব বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সেজন্য সব বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা সবাই আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।”

উপদেষ্টা আরও বলেন, “এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।”

‘রাতের ভোট’ প্রসঙ্গে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দিনের ভোট যখন রাতে হয়, তখন আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যবস্থা নেয়নি— সে সময় আপনারাও তো মাঠে ছিলেন, তখন কিছু বলেননি।”

তিনি আরও বলেন, “রাতের ভোট ঠেকানোর দায়িত্ব শুধু পুলিশের নয়। পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

উপদেষ্টা বলেন, “নির্বাচনের পুরো বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে। তখন সব বাহিনী কমিশনের অধীনেই কাজ করে। কমিশন জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবে— সেটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আশ্বস্ত করে বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো সহায়তা প্রয়োজন হলে, তা নির্বাচন কমিশনকে দেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ