অন্তর্বর্তী সরকারে এসে নিজেকে অবরুদ্ধ বোধ করছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অনেকেই অন্যায় তদবির নিয়ে তার কাছে আসেন, আর সেগুলোর পাত্তা না দিলেই শুরু হয় গালাগালি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অনেকে অন্যায় তদবির নিয়ে আমার কাছে আসে। পাত্তা না দিলে শুরু হয় গালাগাল। তখন আমাকে ভারতের দালাল বানানো হয়। সরকারে এসে নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে। জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি।”
আইন উপদেষ্টা জানান, দেশে বর্তমানে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। তিনি বলেন, “কেউ যদি মামলা দেয়, সেই বিষয়ে আমার কিছু করার নেই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয়।”
এ সময় সাংবাদিকদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, “গণমাধ্যমের কেউ এক না। দলাদলি, গ্রুপিং না করে নিজেরা এক হন, শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না।