25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে আইনি নোটিশ

advertisment
- Advertisement -spot_img

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই নোটিশ পাঠান। নোটিশ পাঠানো হয় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর।

নোটিশে উল্লেখ করা হয়, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ৩০ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অবস্থানরত ২০ জন প্রবাসীর পক্ষে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বিশ্বের ১২৬টি দেশ প্রবাসে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করেছে। বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিশ্বের প্রায় ১৭৬টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশ বিশ্বের সপ্তম অবস্থানে ছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ