বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হলগার্ডকে মারধর করেছেন এক ছাত্রদল নেতা। নির্ধারিত সময় শেষে উত্তরপত্র জমা চাইলে উত্তেজিত হয়ে হলগার্ডের ওপর হামলা করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেন অভিযুক্ত ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ শাকিল।
ঘটনার বিবরণ:
পরীক্ষার্থীদের ভাষ্যমতে, এমসিকিউ পরীক্ষার সময় শেষ হলে হল গার্ড মো. ফেরদৌস আলী সবাইকে উত্তরপত্র জমা দেওয়ার কথা বলেন। তখন এক পরীক্ষার্থী হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠেন—
“আমি ছাত্রদল সভাপতি।”
এরপরই হলগার্ডকে মারধর শুরু করেন এবং পরে প্রাণনাশের হুমকি দেন।
কর্তৃপক্ষের পদক্ষেপ:
- ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
- ইউএনও মোসা. লায়লা আঞ্জুমান বানু জানান, তিনি ঘটনা সম্পর্কে অবগত এবং কেন্দ্রীয় সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তের পরিচয়:
ফিরোজ আহম্মেদ শাকিল, নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।