26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ? প্রশ্ন সায়েরের

advertisment
- Advertisement -spot_img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।

রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে এটিকে অনিচ্ছাকৃত ঘটনা বলে উল্লেখ করেন।

এদিকে এ ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “উপদেষ্টা আসিফ জানিয়েছেন, তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত অস্ত্র আছে—সে জন্য ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করতে হয়।”

তিনি আরও বলেন, “আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে। কিন্তু লাইসেন্স আবেদনের পূর্ববর্তী তিন বছর ধারাবাহিকভাবে প্রতিবছর তিন লাখ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে) অথবা প্রতিবছর এক লাখ টাকা (শটগানের ক্ষেত্রে) পরিশোধ করার রেকর্ডসহ, এনবিআর কর্তৃক ইস্যুকৃত আয়কর প্রত্যয়নপত্র দাখিলের যে বাধ্যবাধকতা রয়েছে, সেটা কি তিনি পূরণ করেছেন?”

সায়ের আরও বলেন, “অবশ্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে—মন্ত্রী পদমর্যাদা থাকায়—তিনি আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে থাকেন, তাহলে প্রশ্ন ওঠে: অস্ত্র কেনার টাকা কোথা থেকে এল? কোথা থেকে অস্ত্রটি কিনলেন? সেসব তথ্য আমাদের জানানো উচিত।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ