25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ছিল, আমরা এটাই চাই: ভাই আবু হোসেন

advertisment
- Advertisement -spot_img

চব্বিশের জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাঈদের স্মরণে ৩৬৫ দিনের মধ্যে একটি দিন নির্ধারণের দাবি পুনর্ব্যক্ত করেছেন তার বড়ভাই আবু হোসেন। তিনি বলেন, “১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছিল, আমরা এটাই চাই।”

মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। ওইদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এখান থেকেই শুরু হয়।

আবু হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সরকার যদি আগে ঘোষণা দিত ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, তাহলে আমাদের আপত্তি কম থাকত। কিন্তু ঘোষণা দিয়ে আবার পরিবর্তন করাটা একজন আইকনিক শহীদের প্রতি অবমাননার শামিল।”

তিনি বলেন,
“অনেক নামেই দিবস পালিত হয়েছে যাদের জাতির উপকারে কোনো ভূমিকা নেই। অথচ যিনি প্রাণ দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে, তার মৃত্যুদিবসে একটি স্বীকৃতি দিতেও আপত্তি কেন?”

আবু হোসেন জানান,
“১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগ থেকেই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল। তিনি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হন। তার অনুপ্রেরণায় মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল।”

তিনি আরও বলেন,
“সরকার চাইলে জুলাই শহীদ দিবস অন্য দিন পালন করতে পারত। কিন্তু যে দিনে এত বড় বিপ্লব শুরু হয়েছিল, সেই ১৬ জুলাই ‘আবু সাঈদ শহীদ দিবস’ হিসেবে থাকাই উচিত।”

বৈষম্যের অভিযোগ তুলে আবু হোসেন বলেন,
“আঞ্চলিক বৈষম্য আজও রয়ে গেছে। সরকারে উপদেষ্টা পরিষদে রংপুর থেকে কেউ নেই। অথচ এখান থেকেই আবু সাঈদ শহীদ হয়েছিলেন। শহীদ পরিবারগুলোর মধ্য থেকেও কাউকে উপদেষ্টা হিসেবে নেয়া হয়নি।”

তিনি আরও বলেন,
“আবু সাঈদের আত্মত্যাগ অনেকে স্বীকার করেছেন। শহীদ পরিবারের সদস্যরা বলছেন, তার আত্মত্যাগেই তারা রাজপথে নেমেছিলেন। এখন সরকার সেই আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।”

আবু হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন,
“২৭ জুন সরকার ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল। পরে সেটা বদলে ‘জুলাই শহীদ দিবস’ করে। এটা আমাদের সঙ্গে একপ্রকার প্রতারণা।”

তিনি বলেন,
“১৯৬৯ সালে যেমন ডা. শামসুজ্জোহা অনুপ্রেরণা ছিলেন, আবু সাঈদও তেমনি আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এ ধরনের মানুষদের স্মরণে একটি দিন রাখা না গেলে, মানুষ কীভাবে আন্দোলনের শক্তি পাবে?”

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তার মৃত্যুর পর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন ঘটে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ