24.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী

advertisment
- Advertisement -spot_img

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। সেনাবাহিনী জানায়, তাদের কিছু সদস্য প্রেষণে বিভিন্ন স্থানে কর্মরত থাকেন এবং এসব প্রতিষ্ঠান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়। বিগত সময়ে কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে, তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী সিএমএইচ-গুলোতে জুলাই আন্দোলনে ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা প্রদান করেছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচে ভর্তি আছেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। কিছুদিন আগে রথ যাত্রায় সেনাবাহিনী নিরাপত্তা প্রদান করেছে। পাশাপাশি প্রায় ৪০০ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে ১ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ