31.4 C
Dhaka
Saturday, July 12, 2025

মব জাস্টিস সরকার কখনও বরদাশত করে না: রিজওয়ানা হাসান

advertisment
- Advertisement -spot_img

সাভার, ১২ জুলাই:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না। সাম্প্রতিক কিছু ঘটনায় সরকারের সম্পৃক্ততা নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “সরকার বারবার বলেছে—মব জাস্টিসের মতো ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। গত তিন-চার মাসে যেখানেই এমন ঘটনা ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, আসামিদের গ্রেপ্তার করেছি। এখন আর কেউ ধরা-ছোঁয়ার বাইরে থাকবে না।”

মধুমতি মডেল টাউন প্রসঙ্গে:

তিনি বলেন, “মধুমতি মডেল টাউন নিয়ে আদালতের রায় থাকার পরও দীর্ঘ সময় উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়নি। তবে এখন গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে।”

খাল ও নদী দখল ও দূষণ বিষয়ে:

“ঢাকায় ২০টি খাল ও তুরাগ নদীর পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে। বাজেট জোগাড় করা হচ্ছে। আমরা নোয়াখালীর কর্ণপাড়া খালকেও দখলমুক্ত করার তালিকায় রেখেছি,” বলেন রিজওয়ানা।
তিনি আরও জানান, “সব জায়গায় একসাথে কাজ করা সম্ভব নয়। তবে যাতে টেকসইভাবে কাজ শুরু হয়, সে চেষ্টাই করছি।”

ইটভাটা নিয়ন্ত্রণে সরকার কঠোর:

উপদেষ্টা বলেন, “সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে গত ১১ মাসে জোরালো অভিযান পরিচালনা করা হয়েছে। অধিকাংশ ইটভাটার লাইসেন্সের মেয়াদ জুন-জুলাই-আগস্টে শেষ হয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত নতুন করে রিনিউ করার কোনো সুযোগ দেখছি না।”

তিনি বলেন, “মাত্র হাতে গোনা ৬–৮টি ইটভাটা রয়েছে যেগুলোর মেয়াদ জানুয়ারি–ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। বাকিগুলো চলতি মেয়াদ শেষে বৈধতা হারাবে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উপস্থিত ছিলেন:

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ, এবং সাভারের স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ