গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সারাদেশ। সকাল থেকেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। হামলা হয় জেলা কারাগারেও। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে শাখা ইসলামী ছাত্রশিবির।
বিষয়টি নিশ্চিত করে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন,
“গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি এতে অংশ নিতে।”
তিনি জানান, হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হবে।