গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) এনসিপির জনসভায় হামলার পর সামাজিক মাধ্যমে অনেকেই গোপালগঞ্জমুখী হওয়ার আহ্বান জানান। এই আহ্বান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জুলাই বিপ্লবী ও মডেল ফারজানা সিঁথি।
তিনি বলেন, ‘গোপালগঞ্জে আসেন’—এই ডাক জুলাই বিপ্লবের ডাক নয়, বরং একটি রাজনৈতিক দলীয় অনুরোধ। তাই যারা এই আহ্বান করছেন, তাদের স্পষ্টভাবে বলা উচিত যে এটি এনসিপির রাজনৈতিক কর্মসূচি, ‘জুলাইয়ের ডাক’ নয়।
সিঁথি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,
“যারা ‘সবাই গোপালগঞ্জ আসেন’ ডাক দিলেন, তারা কাদের ডাকলেন—এনসিপিকে নাকি জুলাইয়ের বিপ্লবীদের? আজকে কি জুলাই রিমেইক করতে গেছিলেন নাকি ফাঁপড়ের রাজনীতি প্রতিষ্ঠায় গেছিলেন? জুলাই বেইচা দল গঠনের মতো। আবার ব্লকেড ডাক দিছেন নাকি! কেন সরকার, প্রশাসন আপনাদের রেস্কিউ করে না?”
তিনি প্রশ্ন তুলে আরও বলেন,
“নাকি মন ভরল না, হাসিনা স্টাইলে গুলি চলল না বলে? স্থানীয় ভিন্ন দলীয় লোকজনও তো আপনাদের জন্য আগায় আসলো।”
সিঁথি কটাক্ষ করে উল্লেখ করেন,
“জুলাই আপনাদের গোপালগঞ্জ রাজনৈতিক জনসংযোগের নামে ভেকু দিয়ে আরেক বেটার নিজের এলাকায় গিয়ে তার কবর খুঁড়তে আসে নাই। জুলাই নামে চালায় দিলে চেলচেলায় চলে যাবে, এসব আর ভাবিয়েন না। জুলাই কারো বাপের না যে ভোট চাইতে কেচালে গিয়ে জুলাই ডাক দেবেন।”
পটভূমি:
ফারজানা সিঁথি কোটা সংস্কার আন্দোলনে বিশেষভাবে আলোচিত হয়ে ওঠেন। এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি নজরে আসেন। পরবর্তীতে তাকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইস্যুতেও সোচ্চার হতে দেখা গেছে। জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছে করে’ গানের মিউজিক ভিডিওতে তিনি মডেল হিসেবে কাজ করেছেন।