32.3 C
Dhaka
Wednesday, July 23, 2025

গোপালগঞ্জের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে, সে তথ্য ছিল না।”

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি—এই বিষয়ে তিনি বলেন, “এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য, সে সেটা দেবে।”

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।”

অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, “যারা অন্যায় করেছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ