32.3 C
Dhaka
Wednesday, July 23, 2025

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ইভেন্টে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন হয়।

শফিকুল আলম বলেন, “নির্বাচন ঠিক যে সময় ঘোষণা করা হয়েছে, সেই সময়েই অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এ নির্বাচন হবে, যা হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর নির্বাচন।”

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, “এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা চলছে। ব্রাজিলসহ অন্যান্য দেশে এমন আলোচনায় ২-৪ বছর লেগে যায়, অথচ আমাদের দলগুলো দ্রুত মতামত দিয়েছে। এতে করে অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আলোচনার পর জুলাই মাসে সব সাইনিং শেষ হবে, তারপর শুরু হবে নির্বাচনের প্রস্তুতি।”

তিনি আরও বলেন, “এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো একনায়ককে হটাতে পেরেছে, তারাই দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা দেশকে মেরামত করতে সক্ষম হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, দেখবো এসব বিষয়ে সময় লাগে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো বারবার বসছে, আলোচনা করছে। আশা করি শিগগিরই ‘জুলাই সনদ’ চূড়ান্ত হবে।”

আয়োজনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও আরও ১০ জন বক্তা উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ