ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যেই উচ্চকক্ষ গঠনের বিষয়ে একটি সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে শিগগিরই সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”
রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও আলোচনা হবে।
আলী রীয়াজ আরও বলেন, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে এবং বেশ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি, জামায়াতসহ চারটি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে বলেও তিনি জানান। এসব প্রস্তাবের সঙ্গে কমিশনের সুপারিশ মিলিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।
তিনি আশা প্রকাশ করেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আজ একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”