26.1 C
Dhaka
Thursday, July 31, 2025

মাইলস্টোন শিক্ষার্থীদের পাশে জেমস, কনসার্টের আয়ের অংশ যাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায়

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। ছোট ছোট শিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর মর্মান্তিক এ ঘটনা কেউই মেনে নিতে পারছে না। এমন হৃদয়বিদারক ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল

এই মুহূর্তে জেমস যুক্তরাষ্ট্রে সংগীত সফরে রয়েছেন। গত মাস থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। এরই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করবেন তিনি।

‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে, এমনটাই জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট

এক ফেসবুক পোস্টে আয়োজকরা লিখেছেন,
‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত। আমরা তাদের পাশে আছি। “নগরবাউল জেমস লাইভ ইন ফিলি” কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ তাদের সহায়তায় ব্যয় করা হবে।’

এদিকে, দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগরবাউল জেমসের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে,
‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন, তাঁদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়।

এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ