27.8 C
Dhaka
Wednesday, July 30, 2025

প্রিজনভ্যানে পলক, চোখের জল আর “কাইন্দেন না ভাই” — আদালত প্রাঙ্গণে আবেগঘন মুহূর্ত

advertisment
- Advertisement -spot_img

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আজ বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। কারাগার থেকে সকাল ৮টার দিকে তাঁকে আদালত প্রাঙ্গণে আনা হয় এবং রাখা হয় হাজতখানায়।

শুনানি শেষে বেলা সাড়ে ১২টার দিকে পলককে প্রিজনভ্যানে তোলা হয়। তখনই আবেগঘন একটি মুহূর্তের সৃষ্টি হয়। নাটোরের কিছু স্থানীয় মানুষ পলককে দেখে এগিয়ে আসেন। তাঁদের দেখে পলকের চোখে জল চলে আসে। তিনি কান্না চেপে রাখতে পারেননি।

প্রিজনভ্যানে তোলার আগে তিনি বলেন, “আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন।” তখন একজন সান্ত্বনা দিয়ে বলেন, “কোনো টেনশন কইরেন না ভাই।” আরেকজন বলেন, “পলক ভাই, কাইন্দেন না।” সেই শব্দগুলো যেন পুরো পরিস্থিতিকে আরও আবেগময় করে তোলে।

এরপর পলককে প্রিজনভ্যানে তুলে হাতকড়া খুলে দেওয়া হয়। তাঁর মাথা থেকে খুলে নেওয়া হয় পুলিশের হেলমেট। কিছুক্ষণ পর ভ্যানটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ আগস্ট গ্রেপ্তার হন পলক। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ৭০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি আরও দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, পলক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলমান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ