26.1 C
Dhaka
Thursday, July 31, 2025

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় মর্যাদা

advertisment
- Advertisement -spot_img

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সম্মাননার বিস্তারিত শিগগিরই নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আরও জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়াও, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামীকাল দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ